আইপিএলের কারণে বাংলাদেশ সিরিজে থাকবে না কিউইদের ৬ খেলোয়াড়

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ আইপিএলের কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ সিরিজে থাকছেন না উইলিয়ামসনসহ নামকরা ছয় কিউই খেলোয়াড়। এরা হলেন, উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, জিমি নিশান ও টিম সেই ফার্ট। তথ্যটি নিশ্চিত করেছেন, কিউই কোচ গ্যারি স্টিড।
তিনি আরও বলেন, ওয়ানডে খেকে কেন উইলিয়ামসন এবং টি-২০ সিরিজে ট্রেন্ট বোল্ট, নিশামরা না থাকলেও আইপিএলে চুক্তিবদ্ধ লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে বাংলাদেশের বিপক্ষে টি-২০ খেলবেন বলে আশা করা যাচ্ছে। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন মুখ স্কোয়াডে দেখা যেতে পারে।
যদিও ওয়ানডে সিরিজে কিউই অধিনায় উইলিয়ামসনের খেলার কথা ছিল, ইনজুরির কারণে সেটিও আর হচ্ছে না। কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন গত গ্রীস্মেই কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মেডিকেল বিবাগের ম্যানেজার ডাইলে শাকলে জানিয়েছেন, উইলিয়ামসনের ওয়ানডেতে বিশ্রামের প্রয়োজন। বিভিন্ন মাত্রায় কনুইয়ের ইনজুরিটা সে গত গ্রীস্ম থেকেই বয়ে চলেছেন। কিন্তু কোনও উন্নতি হয়নি।