জাতীয় শোক দিবস পালন করল রংপুর
"বঙ্গবন্ধু ম্যুরাল"- এ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা

স্টাফ রিপোর্টার ♦ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রংপুর। সকাল ১০টায় বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত "বঙ্গবন্ধু ম্যুরাল"- এ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান, রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান, ডিআইজি রংপুর রেঞ্জ দেবদাস ভট্টাচার্য্যসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ জনগণ স্বাস্থ্যবিধি মেনে "বঙ্গবন্ধু ম্যুরালে" শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।