তৃতীয় শ্রেনির ছাত্রীকে ধর্ষণ ও হত্যা: আসামীর ফাঁসি

নিউজডোর ডেস্ক ♦ বরিশালে তৃতীয় শ্রেনির ছাত্রীকে (০৮) ধর্ষণ করে হত্যার ঘটনায় একজন আসামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে আট বছরের শিশু সীমাকে ধর্ষণের অপরাধে আসামিকে মৃত্যুদণ্ড, অপহরণের ঘটনায় যাবজ্জীবন এবং লাশ গুমের ঘটনায় ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আসামির সম্পদ বাজেয়াপ্ত করে দেড় লাখ টাকা ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ মার্চ পূর্ব গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সীমা তার বিদ্যালয়ের শৌচাগাড় বন্ধ থাকায় পাশেই আসামি কালুর বাড়ির শৌচাগারে যায়। এসময় কালু ওই শিশুকে অপহরণ করে ধর্ষণ করে। এরপর শিশুটির হত্যা করে এবং বস্তাবন্দী একই এলাকার হালিম মাস্টারের পারিবারিক কবরস্থানে ফেলে দেয়।
ঘটনার দুদিন পর (১৩ মার্চ) পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের মা মাহামুদা বেগম বাদী হয়ে আসামির নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।