তালেবানকে নিষিদ্ধ ঘোষণা ফেসবুকের
সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত, সমর্থনমূল পোস্ট মুছে ফেলা হবে।
নিউজডোর ডেস্ক ♦ তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে তাদের সব পোস্ট নিষিদ্ধ করেছে ফেসবুক। তালেবানের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্টও নিষিদ্ধ করেছে ফেসবুক।
ফেসবুকের পক্ষ থেকে বিবিসিকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফেসবুক জানায়, তারা তালেবানকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। সুতরাং তালেবানদের সকল পোস্ট এবং তালেবানদের সমর্থন করা হয়েছে এ সংক্রান্ত সকল কন্টেন্ট নিষিদ্ধ করা হয়েছে।
ফেসবুক আরও জানায়, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে যারা এই সংক্রান্ত পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে তা প্লাটফর্ম থেকে মুছেও ফেলা হবে।