ফোনে বন্ধুত্ব করে অপহরণ, রংপুর র্যাবের হাতে গ্রেফতার-২
স্টাফ রিপোর্টার ♦ রংপুর র্যাবের অভিযানে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার কুড়িগ্রাম জেলার চর ধাউরা থেকে তাদের গ্রেফতারসহ অপহৃত দুজনকে উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, মোবাইল ফোনে অপহৃত ওই গার্মেন্টস্ কর্মীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল অপহরণকারী চক্রের হোতা রঞ্জু। এরপর নিজ বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাদের চর ধাউড়া গ্রামে নিয়ে আসা হয়। এরপর ঘোরানোর নাম করে একটি নির্জর চরে নিয়ে গিয়ে তাদের মারধর করাসহ মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবী করে।
এদিকে অপহৃতদের এক বড় ভাই র্যাবের কাছে অভিযোগ দিলে র্যাবের আভিযানিক দল স্থানীয় পুলিশকে সাথে নিয়ে চর ধাউড়া গ্রামে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মূলহোতা রঞ্জুসহ অন্যান্য পালিয়ে গেলেও র্যাবের হাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার চর ধাউরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে আশরাফুল আলম (২১) এবং আনোয়ার হোসেনের ছেলে জুবাইদুর আলম (২১) ধরা পড়ে। এ ঘটনায় অপহৃত দু’জনকে উদ্ধার করা হয়।