রংপুরে এশিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেনশন সেন্টার ও রেইনবো ক্লিনিক এন্ড নার্সিং হোমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ♦ হতদরিদ্রদের চিকিৎসায় বিশেষ সুবিধা রেখে রংপুরে যাত্রা শুরু করলো এশিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেনশন সেন্টার ও রেইনবো ক্লিনিক এন্ড নার্সিং হোম।
গতকাল নগরীর মেডিকেল মোড়স্থ প্রতিষ্ঠান প্রাঙ্গনে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠানের উদ্বোধণ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য, মুক্তিযুদ্ধের সংগঠক ড. খোন্দকার মউদুদ ইলাহী। প্রতিষ্ঠান মিলনায়তনে এশিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম, রংপুর চেম্বারের সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ, আলমগীর হোসেনসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, কম খরচে, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করবে এ প্রতিষ্ঠানটি। মোবাইল ফোনে অ্যাপ ইন্সটল করলে এ প্রতিষ্ঠানের যাবতীয় সেবা ও সেবার মূল্য সম্পর্কে জানতে পারবেন সেবাগ্রহীতারা। এছাড়া দরিদ্র-অসহায় রোগীদের জন্য গঠিত তহবিল থেকে তাদের চিকিৎসা ব্যয় নির্বাহ করা হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের পুরো ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।