রংপুরে বেড়েই চলেছে চালের দাম

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের বিভিন্ন বাজারে সরবরাহ থাকলেও চালের দাম কমছে না। লাগামহীন বৃদ্ধি চালের মূল্য কমাতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে ভোক্তারা। সপ্তাহের ব্যবধানে মানভেদে বিভিন্ন চালের বস্তার দাম বেড়েছে। ধানের বাজারের মুল্য বেশী থাকায় বাজারে চালের মূল্য বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চালের বাজারে মুল্য বাড়ায় অনেকেই চাল না কিনে মাথায় হাত দিয়েছেন। অনেকে অপেক্ষা করছেন চালের বাজার কমলে চাল কিনবে।
সিটি বাজারসহ বিজি চাল বাজারের খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, কয়েকদিন আগেও মিনিকেট চাল বিক্রি হয়েছিল কেজি ৫২ টাকা, বর্তমানে কেজি বেড়েছে ৫৪ টাকা । নাজিরশাইল চালের দাম কেজিতে বেড়ে ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। চাল ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ ধরে চালের দাম বাড়তি। সামনে চালের দাম আরও বাড়তে পারে।
নগরীর মাহিগঞ্জ এলাকার চালের আড়তদার মা চাউল ঘরের পরিচালক মানিক মিয়া জানান, গত সপ্তাহে মিনিকেট (৫০ কেজি) বস্তা ছিল ২৫৫০ থেকে ২৬শ | টাকা, বর্তমান বাজার মূল্য ২৭০০ টাকা, গত সপ্তাহে বিআর ২৮ (৫০ কেজি) বস্তা ছিল ২৪০০ টাকা, বর্তমান বাজার মূল্য ২৬০০ টাকা, গত সপ্তাহে বিআর ২৯ (৫০ কেজি) বস্তা ছিল ২২৫০ টাকা, বর্তমান বাজার মূল্য ২৩৫০ থেকে ২৪০০টাকা, মোটা চালের মধ্যে গুটি স্বর্ণা (৫০ কেজি) বস্তা ছিল ১৯৫০ থেকে ২০৫০ টাকা, ১ সিদ্ধ চাল (৫০ কেজি) বস্তা ছিল ২৩০০ টাকা, বর্তমান বাজার মূল্য ২৩২০ টাকা, পাইজাম চাল (৫০ কেজি) বস্তা ছিল ২২২০ টাকা, বর্তমান বাজার মূল্য ২৩০০ ।