৫ আগস্টের আগে খুলবে না শিল্প কারখানা
সর্বাত্মকভাবে টিকাদান কার্যক্রম শুরু করার তাগিদ
নিউজডোর ডেস্ক ♦ ৫ আগেস্টের আগে খুলছে না দেশের শিল্প কারখানা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (২৭ জুলাই) বিধিনিষেধ নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতিনিধিরা আমাদের অনুরোধ করেছিলেন ৫ আগস্টের আগে শিল্প কারখানা খুলে দিতে। কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারিনি। চলমান বিধি নিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।
এসময় তিনি বলেন, সর্বাত্মকভাবে টিকাদান কার্যক্রম শুরু করতে হবে। এ কাজের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত থাকতে হবে।