ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত আজ, মৃত্যু আরও ১২
নিউজডোর ডেস্ক ♦ সারাদেশের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় রেকর্ড ২ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও গেল ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যা এ বছর একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এর আগে গত ৬ আগস্ট দুই হাজার ৭৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫২ জন। এ সময় আরও ১২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৭ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৫ জন ঢাকার বাইরের। এ বছর মারা যাওয়া ৩৫২ জনের মধ্যে ২৭৬ জন ঢাকার এবং ৭৬ জন ঢাকার বাইরে।