মামলা বাতিল চেয়ে চেম্বার আদালতে ড. ইউনুস
নিউজডোর ডেস্ক ♦ শ্রম আদালতের মামলা বাতিল ইস্যুতে চেম্বার আদালতে আবেদন করেছেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অর্থীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ আগস্ট) সকালে তিনি তার আইনজীবীর মাধ্যমে চেম্বার আদালতে আবেদন করেছেন।
গেল ৮ আগস্ট ড. ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে ;ায়েল করা মামলার বিচার চলবে, অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ বলে রায় দেন হাইকোর্ট।
বিচারপতি এসএম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শ্রম আইন লঙ্ঘনের মামলায় মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আনীত অভিযোগ কেন বাতিল করা হবে না- এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এদিন এ রায় দেয়া হয়।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হন। ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে এ মামলায় প্রমাণ নেয়া হচ্ছে।