এইচএসসি ও সমমানে পাশের হার ৮৫.৯৫
নিউজডোর ডেস্ক ♦ ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। বুধবার বেলা পৌনে ১২ টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশ করেন।
এর আগে বেলা পৌনে ১১ টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপর মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন।
উল্লেখ্য গত বছরের ৬ নভেম্বর সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১১ টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।