বেরোবি’র শিক্ষক সমিতির ক্রীড়া সপ্তাহের উদ্বোধন
বেরোবি প্রতিনিধি ♦ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র শিক্ষক ক্রীড়া সমিতির ক্রীড়া সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (১৩ মার্চ) বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ। আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, সহ-সভাপতি ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, ক্রীড়া সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক ড. আল-হেলালসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এসময় উপাচার্য বলেন, শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। এজন্য নিয়মিত অবসর সময়ে ক্রীড়া চর্চা করা উচিত।