রংপুরে চামড়া সংরক্ষণে উদ্বুদ্ধ করতে ক্রেতাদের মাঝে লবন বিতরণ
স্টাফ রিপোর্টার ♦ এবার কোরবানির পশু ক্রয় করলে বাধ্যতামূলকভাবে কিনতে হবে লবন। কোরবানি ঈদ আসলেই কমে যায় চামড়ার দাম। চামড়ার ন্যায্য দাম পেতে সরকার কর্তৃক এ আদেশ জারি করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জুন) ক্রেতাদের বিনামূল্যে লবন ও লিফলেট বিতরণ করা হয়েছে। বিসিক ও জেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে নগরীর বুড়িরহাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডব্লিউএম রায়হান শাহ। এ সময় উপস্থিত ছিলেন, বিসিকের ব্যবস্থাপক শামীম হোসেন, সহকারী কমিশনার দেওয়ান আসিফ পেলেসহ প্রশাসনের কর্মকর্তারা। কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে পশু কেনার পর ক্রেতাদের মাঝে আবশ্যিকভাবে লবন বিক্রির জন্য জেলার প্রতিটি হাট ইজারাদারকে চাহিদা মত বিসিকের ডিলারের মাধ্যমে লবন সরবরাহ করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডব্লিউএম রায়হান শাহ বলেন, কোরবানীর চামড়া অত্যন্ত মূলবান সম্পদ। এই চামড়া দিয়ে আমরা নানা পণ্য উৎপাদন করে দেশ-বিদেশে রপ্তানী করি। এ বছর সরকারী নির্দেশনা অনুযায়ী চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তাই হাটে হাসিল আদায়ের সময় ইজারাদাররা ক্রেতার চাহিদা অনুযায়ী আবশ্যিকভাবে ৫-৭ কেজি লবন বিক্রি করবেন।