কমতে শুরু করেছে তিস্তার পানি, স্বস্তিতে স্থানীয়রা
নিউজডোর ডেস্ক ♦ উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাট তিস্তা ব্যারেজের পানি বিপদসীমা অতিক্রম করলেও এখন তা কমতে শুরু করেছে। ফলে স্বস্তি ফিরেছে স্থানীয় মানুষজনের মাঝে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ফলে নদীর পানি কমে গিয়ে চর এলাকার তলিয়ে যাওয়া ফসলি ক্ষেতগুলো আবারও জেগে উঠেছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার গণমাধ্যমকে জানান, তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি (৪৪) গেইট খুলে দেয়া হয়েছে।