২৭ দিনে দেশের প্রবাস আয় ১৬৭ কোটি ডলার
দেশের তীব্র ডলার সংকটে ইতিবাচক বার্তা প্রবাসীদের
নিউজডোর ডেস্ক ♦ দেশে যখন চলছে তীব্র ডলার সংকট, তখনই ইতিবাচক বার্তা দিল প্রবাসীরা। গেল ৭ দিনে বাংলাদেশি প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৬৭ কোটি বা ১ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। দেশিয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার কোটি টাকা। বাংলাদশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত এ তথ্যে এসব জানান যায়।
তথ্যে আরো জানা যায়, এই ডলারের মধ্যে প্রবাসীরা সবচেয়ে বেশি পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মোটে ১৪০ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৬ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকে মোটে ৩ কোটি ৮৯ লাখ ডলার এসেছে এবং বিদেশি ব্যাংগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ডলার।