বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
কিছুক্ষনের মধ্যেই জরুরি বৈঠক
নিউজডোর ডেস্ক ♦ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। ক্যাম্পাসে এখন পর্যন্ত থেমে থেমে বিক্ষোভ চলছে।
রোববার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভে যোগ দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের নীরব ভূমিকা দেখে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, হামলার শিকার হওয়ার পর প্রশাসনের কাউকে তারা পাশে পাননি। একই সাথে শিক্ষার্থীদের ওপর পুশের টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের প্রতিবাদও তারা করেন। এসময় প্রক্টরের পদত্যগের দাবিও করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আমরা সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছি। কিছুক্ষনের মধ্যেই জরুরি বৈঠকে বসছি।