পাগলা মসজিদে এবার উঠেছে ২৩ বস্তা টাকা
ব্যাংকের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছে গনণায়
নিউজডোর ডেস্ক ♦ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মসজিদগুলোর নিচতলার বাক্সগুলো খুলে দেয়া হয়।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব বুকের টাকা ২৩ বস্তায় মসজিদের দ্বিতীয় তলায় আনা হয়। এরপর মসজিদের মেঝেতে ঢেলে গণনা শুরু হয়। বিকাল নাগাদ এর পরিমাণ জানা যাবে।
সকাল ৮টা থেকে দানবাক্সে পাওয়া ২৩ বস্তা টাকা গণনায় হাফিজিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
ডিসি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, সকাল ৮টায় মসজিদের সামনে ও বাম পাশে রাখা ৮টি বড় লোহার দান চেস্ট খুলে দেওয়া হয়। সাধারণত তিন মাস পর কসকেট খোলা হয়। এবার ৩ মাস ১৩ দিন পর জেলা প্রশাসন, পুলিশ ও কালেক্টরেটের ১০ জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মসজিদের বুক খোলা হয়েছে।