নয়াপল্টন থমথমে, বিএনপির কার্যালয়ের সামনে অসংখ্য পুলিশ
বিএনপি সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে
নিউজডোর ডেস্ক ♦ রাজধানীর নয়াপল্টনে গেল বুধবার পুলিম-বিএনপির দফায় দফায় সংঘর্ষের পর এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল নয়া পল্টনের এ থমথমে পরিস্থিতির কারণ পুলিশ-বিএনপি’র গতকালের সংঘর্ষ। ওই সংঘর্ষে নিহত হয়েছেন, মকবুল হোসেন (৪৫)। এছাড়া আহত হয়ে অর্ধশতাধিক, আহতদের মধ্যে পুলিশও রয়েছেন।
সকাল থেকেই বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ অবস্থান করছেন। এছাড়াও আরামবাগ মোড় ও নাইটিঙ্গেল মোড়ে পুলিশ ব্যারিকেট বসিয়েছে। যেখানে পরিচিতি নিশ্চিত না করে কাউকে যেতে দেয়া হচ্ছে না।
অন্যদিকে বিএনপি সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। উল্লেখ্য, রাজধানীতে ১০ ডিসেম্বরের বিএনপির গণসমাবেশস্থল নিয়ে সরকার-বিএনপির দ্বন্দ্ব চলছে। সরকার শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করার অনুমতি দিলেও, বিএনপি সেখানে করবে না।