ইতালিতে নৌকাডুবি: ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ইতালিতে নৌকাডুবির ঘটনায় ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৯ আগস্ট)। এঘটনায় ৪ অভিবাসী বেঁচে গিয়েরেছ বলে জানিয়েছে বিবিসি।
উদ্ধারকৃত ব্যক্তিরা বলছেন, তারা তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকায় করে ভ্রমণ করেছিলেন। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত আইভরি কোস্ট ও গিনির নাগরিক। এদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী।
তারা জানান, নৌকাটি প্রায় ৭ মিটার (২০ ফুট) লম্বা। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটি রওনা হয়। কিন্তু প্রবল ঢেউয়ের আঘাতে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। মাত্র ১৫ জন জীবন রক্ষাকারী সরঞ্জাম পরেছিলেন। ওই নৌকায় ৩ শিশু ছিল।