জাতীয়পার্টি এখন দুর্বল, জনগণ তাদের সাথে নেই: ডালিয়া
নির্বাচনী ফায়দা লুটতে তারা মিথ্যা তথ্যসহ প্রতারণামূলক বক্তব্য দিচ্ছে
নভেল চৌধুরী ♦ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, জাতীয়পার্টি এখন দুর্বল হয়ে পড়েছে। জনগণ তাদের সাথে নেই। সোমবার (১২ ডিসেম্বর) সকালে জাহাজ কোম্পানী মোড়ে গনসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।
নির্বাচনী আইন ভঙ্গ করেছে নৌকার ডালিয়া এমন অভিযোগের প্রেক্ষিতে ডালিয়া বলেন, মুখে তো অনেক কিছু বলা যায়। তারা ছবিসহ নির্বাচন কমিশনে অভিযোগ করুক। এখন তারা দুর্বল হয়ে পড়েছে বলে এধরণের গুজব ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের দল বিশাল। আমাদের নেতাকর্মী অনেক, তবুও আমরা কোনও স্লোগান দেইনি। গণসমাবেশ করিনি। আমরা গণসংযোগ করছি, পথসভা করছি। তারা লাঙ্গলের বিরাট প্রতীক নিয়ে রেখেছে। নির্বাচনী ফায়দা লুটে নেয়ার জন্যে মিথ্যা তথ্যসহ প্রতারণামূলক বক্তব্য দিচ্ছেন। আমাদের যে ৬টি থানা আছে। সেই ৬টি থানায় আমরা অফিস করেছি। এর বাইরে কোনও অফিস আমরা করিনি। এর বাইরে অফিস এটা নির্বাচনী নির্দেশনার বাইরে। কিন্তু জাতীয়পার্টি বিভিন্নস্থানে আলোকসজ্জা করে রেখেছে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, শামীম হোসেন তালুকদারসহ নেতৃবৃন্দ।