গোনাহ করলেই আল্লাহর নিকট ক্ষমার জন্য এই দোয়াটি পড়ুন
নিউজডোর ডেস্ক ♦ যখন আল্লাহর কোনো বান্দা ভূলবশত বা নিজের অজান্তেই কোনও গুনাহ করে থাকে, বা কোনও গুনাহ করে পরে অনুতপ্ত বোধ করেন তখন মহান আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া যেভাবে করবেন।
উচ্চারণ: আতুবু ইলাল্লাহি মিম্মা আজনাবতু।
অর্থ: আমি যে অপরাধ করেছি, তা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।
উপকার: আয়েশা (রা.) বলেন, একবার তিনি ছবিযুক্ত গদি; ক্রয় করেন। রাসুল (সা.) তা দেখে দরজায় দাঁড়িয়ে থাকেন- প্রবেশ করেননি।
তখন আয়েশা (রা.) এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ্ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করেন। (বুখারি, হাদিস: ৫৯৫৭)