আলজেরিয়ার দাবানলে অন্তত এপর্যন্ত ২৬ জনের প্রাণহানি
৩৫০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জন নিহত এবং আহত হয়েছেন ১২ জনের মতো।
দেশটির সরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদাউদ বলছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায়ও হেলিকপ্টারের সাহায্যে অগ্নিনির্বাপক কর্মীরা বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
উত্তর আফ্রিকার বড় দেশ আলজেরিয়ার উত্তারঞ্চল প্রতিবছরের দাবানলে ক্ষতিগ্রস্ত হয়। গতবছরও দাবানলে মারা গেছেন ৯০ জন। এছাড়াও এক লাখ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।