রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন, ব্লাক রুবেলসহ ৫ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার
জাভেদ ইকবাল, রংপুর থেকে: রংপুরের পুলিশের পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন, ব্লাক রুবেলসহ ৫ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এতে পাইপ গান, কার্তুজ, লোহার রড, স্টিলের পাইপ, চাইনিজ কুড়াল, চাপাতি, ছোড়া, ইয়াবা ট্যাবলেটসহ দেশীয় অস্ত্রসহ প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে রংপুর পুলিশ কমিশনার কার্যালয় মিলনায়তনে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার দিবাগত রাতে রংপুরের শীর্ষ সন্ত্রাসী ও ১৫টি মামলার আসামী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনসহ তার সহযোগিরা অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন তথ্য পুলিশের কাছে আসে। এ তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ নগরীর তাতীঁপাড়া আল ফালাহ মসজিদ এলাকায় অভিযান চালায়। এতে ধাওয়া খেয়ে ড্রেনে পড়ে মেরিন সুমন আহত হলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় মেরিল সুমনের সহযোগি আরও ১০ থেকে ১২ সন্ত্রাসী পালিয়ে যায়। অপরদিকে পরশুরাম থানা পুলিশ সন্ধ্যা ৭টায় কোবারুল এলাকার মামা-ভাগিনার মোড় এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা প্রাইভেট কার আটক করলে কারের পেছনে থাকা ৩টি মোটরসাইকেলে থাকা আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে প্রাইভেট কারের ভেতরে থাকা শীর্ষ সন্ত্রাসী নওশাদ হোসেন রুবেল ওরফে বøাক রুবেল, ফিরোজ হোসেন, শহিদুল ইসলাম ও মোতাসিম বিল্লাহকে গ্রেফতার করে পুলিশ। আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানা ও পরশুরাম থানায় ডাকাতি প্রস্তুতি, অস্ত্র আইন ও মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মোঃ আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম) ইমরান হোসেন, কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান।