রংপুরে পুলিশি বাঁধার মুখে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে পুলিশী বাঁধার মুখে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে সড়কে বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী পালন করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশী বাঁধার মুখে দলীয় কার্যালয়ের গলিতে অবস্থান কর্মসূচী পালন করা হয়। মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজোহা খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
বিএনপি কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজোহা খান বলেন, বর্তমান সরকারের আমলে দেশ দূর্নীতিতে ছেঁয়ে গেছে। সরকার তার দূর্নীতির ঘাটতি মেটাতে নিত্য পণ্যের দাম বাড়িয়ে জনগণের কাছে সেই টাকা লুটে নিচ্ছে। তাই জনগণ বর্তমান সরকারের বিরুদ্ধে সড়কে নেমেছে। বিএনপি’র গণআন্দোলনের সাথে জনগণ একত্রিত হওয়ায় সরকার ভয় পেয়েছে। তাই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতেও তারা পুলিশ দিয়ে বাঁধা দিচ্ছে। পুলিশ দিয়ে বিএনপি গণআন্দোলন কেউ ঠেকাতে পারবে না। এই সরকারের পতন, তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না।