২০২১ সাল থেকে যত রেকর্ড গড়েছেন পাক ওপেনিং জুটি
টি-২০ ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় সর্বোচ্চ রানের জুটিও তাঁদের দখলে

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ গেল কাল রাতে পাকিস্তান-ইংল্যান্ড মধ্যকার ম্যাচে রেকর্ড গড়েছেন পাক দুই ওপেনার বাবর-রিজওয়ান। ২০০ রানের বেশি পার্টনারশীপ করেছেন তাঁরা। চলুন দেখে নেয়া যাক ২০২১ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানের ওপেনিং ব্যাটারদের রেকর্ড সমূহ।
২০৩ রান - বনাম, ইংল্যান্ড (গতকাল)
১৯৭ রান - বনাম, দ.আফ্রিকা (২০২১)
১৫০ রান - বনাম, ইংল্যান্ড (২০২১)
১৫২ রান - বনাম, ভারত (২০২১)
১৫৮ রান - বনাম, ও.ইন্ডিজ (২০২১)
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫ বার ১৫০ বা এর বেশি রানের জুটি গড়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান! আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই জুটির চেয়ে বেশিবার দেড়শ রান করতে পারেনি আর কোন জুটি! বাবর-রিজওয়ানের গেল রাতের ২০৩ রানের অপরাজিত জুটিটি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় সর্বোচ্চ রানের জুটি।