স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা দিতে হবে প্রতিদিন

নিউজডোর ডেস্ক ♦ ছুটি মঞ্জুর না করে বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষকদের প্রতিদিনের তালিকার প্রতিবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউসি)। রোববার (২৪ জুলাই) মাউশি থেকে এ বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত জারি করা চিঠিতে স্বাক্ষর করেছেন মাউশির ভারপ্রাপ্ত উপ-পরিচালক এএসএম আবদুল খালেক।
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ আন্দোলন চলাকালে রোববার এ নির্দেশনা দেওয়া হয়।
শিক্ষক নেতারা বলছেন, আন্দোলন ঠেকানোর এটাই সরকারের কৌশল।