কোটা আান্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যা বললেন আজহারী

নিউজডোর ডেস্ক ♦ কোটা আন্দোলনের পক্ষে এবার কথা বললেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্টে দেশের চলমান আন্দোলনকে ঘিরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, পক্ষে বা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। প্রাণ হনন তো গণতান্ত্রিক অধিকার নয়। এবং এটি একটি সমাধান নয়. শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতো নয়।
তিনি আরও বলেন, কোটা সংস্কার ইস্যুতে তাদের (শিক্ষার্থীদের) সঙ্গে কথা বলে একটি যৌক্তিক সমাধান পাওয়া যেত। কিন্তু তা না করে তাদের ওপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন। আর আল্লাহ সীমালংঘনকারীদের পছন্দ করেন না।
উল্লেখ্য, মঙ্গলবার সারাদেশে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে। সংঘর্ষে সারাদেশে ৬ জন সাধারণ শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।