সময় যেন আর কাটে না, যেমন হতে পারে একাদশ
নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ একটা সময় ছিল, যখন বড় দলের সাথে বাংলাদেশের খেলা হলেই ধরে নেয়া হতো বাংলাদেশের হার। তবে সময় বদলেছে, বেড়েছে টাইগারদের খেলার অভিজ্ঞতাও। এখন যেকোন বড় দলকে হারানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশের। তবে ইদানীং বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। আর সেই উত্তেজনা যেমন মাঠের ভিতরে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও।
সোশ্যাল মিডিয়াতে ভরে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে আড্ডা’র পোস্টে। বেশিরভাগ ক্রিকেটপ্রেমিরা লিখছেন, সময় যেন কাটছে না। আবার অনেকে ভাবছেন ঘড়ির কাটা ধীরগতিতে চলছে। অধীর আগ্রহ নিয়ে বসে থাকা ক্রিকেট প্রেমিদের জন্য যেন এ এক মহাৎসব। কখন শুরু হবে খেলাটি। কখন বাজবে সাড়ে তিনটা।
গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের সময় শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শানাকা বলেছিলেন, সাকিব-মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের বিশ্বমানের বোলার নেই।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সার্ভিস এশিয়া কাপ। ঘরের মাঠে খেললেও স্বর নরম করতে হয় শানাকে। বলাই বাহুল্য বাংলাদেশ দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় আছে।
এদিকে সাকিবও বলছেন শ্রীলঙ্কার মাটিতে যেহেতু খেলা, তাই শ্রীলঙ্কা হোম সুবিধা পাবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ: দিমুথ করুনারত্নে, পাঠান নিশাঙ্ক, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুশান হেমন্ত, মহেশ থিকসানা, বিনোরা ফার্নান্দো, কাসুন রাজিথা।