রংপুর সিটি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার মেয়র প্রার্থীসহ ৭ জনের
স্টাফ রিপোর্টার ♦ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলরসহ ৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আতাউর জামান বাবু, ৮নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোছাদ্দেক হোসেন, ১১নং ওয়ার্ডে আমিরুল ইসলাম, ১২নং ওয়ার্ডে আফজালুল হক রনজু, ১৪নং ওয়ার্ডে রিয়াজুল ইসলাম, ২৩নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু, ২৯নং ওয়ার্ডে রবিউল ইসলাম।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন, রির্টানিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন।
তিনি জানান, মেয়র পদে এক জন, সাধারণ কাউন্সিলর পদে ৬ জন প্রত্যাহার করেছেন। এতে করে নির্বাচনের মেয়র পদে ৯ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন, সাধারণ কাউন্সিলর আসনের ১৭৯ জনসহ মোট ২৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষে সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন, মেহেদী হাসান বনি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু রায়হান, খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল, জাসদের প্রার্থী শফিয়ার রহমান ও জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলাম।