বিয়ের মাস না পেরোতেই প্রাণ গেল স্নিগ্ধার

নিউজডোর ডেস্ক ♦ বিয়ের মাস না পেরোতেই পৃথিবীকে বিদায় জানালেন নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের স্নানকোত্তরের শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী নামা বাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক জিএম আসলামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই ছাত্রীর সম্মতির বিরুদ্ধে বিয়ে করায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
নিহত নওরীন তার স্বামীর সাথে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। তিনি ভলভো ব্যাটারি কোম্পানিতে কাজ করেন। গত ২১ জুলাই তাদের বিয়ে হয়।
বাড়ির ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, ইব্রাহিম খলিল ৬ মাস ধরে আমাদের বাড়িতে আছে। শুনেছি ২১শে জুলাই বিয়ে হয়েছে। ১৫ দিন পর ইব্রাহিম তার স্ত্রী নওরিনকে নিয়ে আসেন। আজ বিকেলে নওরীন হঠাৎ বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়।
সূত্র: কালেরকণ্ঠ