ভারতে চিকিৎসায় রংপুরে সিওক হেলথকেয়ারের যাত্রা শুরু
এর মাধ্যমে উত্তরবঙ্গের রোগীরা কম খরচে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতায় উন্নতমানের চিকিৎসা নিতে পারবেন।
স্টাফ রিপোর্টার ♦ উত্তরবঙ্গের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে রংপুরে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতা ও সিওক হেলথকেয়ারের ইনফরমেশন সেন্টারের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর মর্ডান মোড় কমিউনিটি চক্ষু হাসপাতালস্থ হেলথকেয়ার ইনফরমেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু জাকিরুল ইসলাম লেলিন, সিওক হেলথ কেয়ারের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতার প্রধান নির্বাহী কর্মকর্তা রানা দাস গুপ্তা, বিশেষজ্ঞ চিকিৎসক সাওয়ান পল, সুশান মুখোপাধ্যায়সহ অন্যরা। সিওক হেলথকেয়ারের ইনফরমেশন সেন্টারের মাধ্যমে উত্তরবঙ্গের রোগীরা কম খরচে, সহজে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতায় উন্নতমানের চিকিৎসা নিতে পারবেন। এছাড়া টেলিমেডিসিন সেবার মাধ্যমে এ ইনফরমেশন সেন্টার থেকে ভারতের চিকিৎসকরা রোগীদের সেবা দেবেন।