জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দেব না: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন

নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দেব না। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, ভোট চুরি করলে বাংলাদেমের মানুষ মেনে নেয় না। স্বাধীনতা যেন ব্যর্থ না হয় সেটাই আমার একমাত্র লক্ষ্য। ৭৫’ এ আমার পরিবারের সকলকে হত্যার পরেও আমার ছোটবোন রেহানার সাথে কথা বলে দেশে ফিরে এসেছিলাম।
এসময় তিনি আরও বলেন, ৯৬’র নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করে নিজেকে প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছিলেন। আন্দোলনের কারণে তখন খালেদা বাধ্য হয়েছিলো আবার ভোট দিতে। এরপর আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি। তারপর আজকের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি।