ঝিনাইদহে পুলিশ পরিচয় দিয়ে মাঝরাতে ডাকাতি
বাধা দেয়ায় ছুরির আঘাতে আহত ১
নিউজডোর ডেস্ক ♦ ঝিনাইদহের পবহাটিতে পুলিশের পরিচয় দিয়ে মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এমন ঘটনা ঘটে বিম্বাস পাড়ার মনিরুল ইসলামের বাড়িতে।
মনিরুল ইসলাম বলেন, রাত দেড়টাদিকে আমার বাড়ির দরজা ভেঙে একদল লোক প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ বলে দাবি করলেও পরে আমি এবং আমার পরিবারের সকলের হাত-পা বেধে ধারালো অস্ত্র দেখিয়ে বাড়িতে থাকা ৫টি স্বর্ণের আংটি, ২টি কানের দুল, ১টি হাতের বালা, একটি চেই, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়।
জানা যায়, ডাকাতির সময় মনিরুল ইসলামের মেয়ে মনিরা আক্তার ডাকাতদের বাধা দিলে, তাদের ছুরির আঘাতে আহত হন মনিরা। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।