প্রতিদ্বন্দ্বী না থাকায় শাহাবুদ্দিনকেই রাষ্ট্রপতি ঘোষণা
দেশের ২২ তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি

নিউজডোর ডেস্ক ♦ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজই জারি করবে বলে জানায় নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকবেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।
বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল আহিম ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। সে হিসেবে তারমেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হতে যাচ্ছে।