কানাডায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল, এক প্রদেশে জরুরী অবস্থা
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ কানাডা জুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় ব্রিটিশ কলাম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পশ্চিম কেলোনা শহরের আরও অনেক বাড়ি পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর: বিবিসি
ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবে সতর্ক করেছেন, "পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আমরা আগামী কয়েক দিনের মধ্যে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি।"
'ম্যাকডুগাল ক্রিক' নামের এই আগুন ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ৬,৮০০ হেক্টরে ছড়িয়ে পড়েছে। ম্যাকডুগাল ক্রিক সাসকাচোয়ান প্রদেশের একটি নদী। সেই নদীর নামেই ডাকা হচ্ছে এই আগুন।
আগুনের ক্ষয়ক্ষতি এড়াতে চার হাজার ৮০০ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
অন্যদিকে, আরেকটি দাবানলের কারণে প্রায় 22,000 মানুষকে কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে।