৩৬ বছর বয়সেই মারা গেলেন জনপ্রিয় এই রেসলার
নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ 'ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডাব্লিউই)'-এর একজন জনপ্রিয় কুস্তিগীর ব্রে ওয়াইট (আসল নাম উইন্ডহাম রোটুন্ডা), দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ৩৬ বছর বয়সে মারা যান।
ডব্লিউ ডব্লিউ ই চিফ কনটেন্ট অফিসার এবং হেড অফ ক্রিয়েটিভ ট্রিপল এইচ (আসল নাম পল মাইকেল লেভেস্ক) শুক্রবার (২৫ আগস্ট) বিএসটি এর প্রথম দিকে একটি টুইট বার্তায় ব্রে ওয়াটের মৃত্যুর কথা ঘোষণা করেছেন। রোতুন্ডার বাবা তাকে এ খবর জানান।
যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদপত্র মেট্রোর মতে, গত এপ্রিলে রেসেলম্যানিয়াতে ববি ল্যাশলির সাথে ব্রে ওয়াট ম্যাচ করার কথা ছিল। কিন্তু ম্যাচের কয়েকদিন আগে জানা যায় তিনি গুরুতর অসুস্থ। যার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। এরপর গত কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ৩৬ বছর বয়সেই পৃথিবী ছেড়ে যান জনপ্রিয় এই রেসলার।