দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন ড. ইউনুস
নিউজডোর ডেস্ক ♦ দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. ইউনুসকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুদক। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে সোয়া এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।
জিজ্ঞাসাবাদ শেষে তিনি দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন। এ সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে কথা বলতে রাজি হননি। শেখানের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়ে কথা বলেন।
তবে সাংবাদিকদের অনুরোধের একপর্যায়ে তিনি বলেন, 'আমাকে ডাকা হয়েছে, আমি এসেছি। আমার কিছু বলার নেই. আমি কোনো অপরাধ করিনি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।'
তিনি বলেন, যেহেতু এটি একটি আইনি বিষয়। আমার আইনজীবী এটা ব্যাখ্যা করবেন।
এ সময় ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, এ মামলা মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। এর কোনো আইনি ভিত্তি নেই।'