রংপুরে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালা
স্টাফ রিপোর্টার ♦ দেশের শতভাগ শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র তৈরি এবং নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে মোবাইল সীম ও এম এফ এস একাউন্ট নম্বর খোলা নিশ্চিতকরণে রংপুরে সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, পরিচালক মো. মিজানুল হক। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।