উত্তরবঙ্গের উন্নয়নকে এগিয়ে নিতে রংপুরে মতবিনিময় সভা
চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনীতিবীদসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের অংশগ্রহণ
স্টাফ রিপোর্টার ♦ দেশে পিছিয়ে থাকা উত্তরবঙ্গের উন্নয়নকে এগিয়ে নিতে রংপুরে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনীতিবীদসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে ‘উত্তর ধরলা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। সোমবার (৩এপ্রিল) রাতে নগরীর একটি হোটেল মিলনায়তনে রংপুরস্থ উত্তর ধরলাবাসীর উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সমাজকর্মী আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডাঃ তাসিকুল ইসলাম, ডাঃ মেফতাহুল ইসলাম মিলন, আখতারুজ্জামান বিপ্লব, সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন, কৃষি ড. মোঃ মহিউদ্দীন, ডাঃ আমিনুর রহমান, ব্যাংকার আমিনুল ইসলাম, সিআইডি কর্মকর্তা আবুল আখের, ব্যাংকার মাহবুবুর রহমানসহ অন্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম। এ জেলা শিক্ষা-স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি ও শিল্পকারখানাসহ ব্যবসা বানিজ্যে পিছিয়ে রয়েছে। সঠিক নেতৃত্বের অভাবে উত্তরবঙ্গ দেশের উন্নয়নের ধারার সাথে সংযুক্ত হতে পারছে না। তাই আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে উত্তরবঙ্গের কাঙ্খিত উন্নয়ন করার উপর নানা মতামত ব্যক্ত করেন বক্তারা।