রংপুরসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
রয়েছে শৈত্যপ্রবাহেরও আশঙ্কা
নিউজডোর ডেস্ক ♦ এখন বাংলা মাসের চলছে মাঘ মাস। আজ নয় তারিখ। এ মাসে দেশের সব বিভাগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর এ মাসের শেষ দিকে রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কা।
শনিবার ভোর ৬টা থেকে শুরু রোববার ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘন্টা বৃষ্টি দেখেছে খুলনা। তবে বিভাগের সাতক্ষীরা ও যশোরে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
বর্তমানে দেশে কোথাও তাপমাত্রা ১১ ডিগ্রি’র নিচে নেই। সকালে দেশের শ্রীমঙ্গল ও সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়।
এদিকে রংপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি। রোদের দেখা নেই রংপুরে। বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক।