রংপুর মটর মালিক সমিতির সভাপতি-সুন্দরগঞ্জ আ.লীগের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ♦ রংপুর জেলা মটর মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি একেএম মোজাম্মেল হকের সাথে সুন্দরগঞ্জ উপজেলা আওামী লীগের ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগরীর পর্যটন মোটেলে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা মটর মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি একেএম মোজাম্মেল হক , গাইবান্ধা সন্দুরগঞ্জ উপজেলাার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমসে উদ্দিন বাবু, কাপাশিয়া ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সন্দরঞ্জ আওয়ামী নেতা হাবিবুর রহমান আকন্দ, চানঁ মিয়া, সৈয়াদ আবু নাসের , মজিবর রহমান, আবু হোরায়রা, একেএম কামরুল হুদা রাজু, জ্যোতিময় চক্রবতী, মহ্জুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।