দিনাজপুর র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২
ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে কিনে, দেশের বিভিন্ন স্থানে চড়া দামে সাপ্লাই
নিউজডোর ডেস্ক ♦ দিনাজপুর র্যাবের অভিযানে ১০৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ এপ্রিল) জেলার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে রাণীশংকৈলের ধর্মগোতের সুমন রানা (২২) এবং ঠাকুরগাওঁ জেলার পীরগঞ্জ থানাধীন ডোহাবাড়ি এলাকার মো. আলম হোসেন (৪০) নামে এই দুজনকে গ্রেফতার করা করা হয়।
এতথ্য নিউজডোরকে নিশ্চিত করেছেন, র্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে দিনাজপুর জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে গোপনে কম মূল্যে ফেন্সিডিল ক্রয় করে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অধিক মূল্যে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।