হাসপাতালে শয্যা এবং আইসিইউ বেড বৃদ্ধির দাবিতে রংপুরে মানববন্ধন
স্বাস্হ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
স্টাফ রিপোর্টার ♦ হাসপাতালে শয্যাসংখ্যা, হাই ফ্লো নেজাল ক্যানুলা ও আইসিইউ বেড বৃদ্ধি এবং সকলের করোনা টিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। রোববার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি কমরেড মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য বাসদ রংপুর জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দস,কৃষকফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক অমল সরকার প্রমুখ।
কমরেড কুদ্দুস বলেন, রংপুরসহ উত্তরবঙ্গে সরকারি হাসপাতালে অক্সিজেন স্বল্পতা পর্যাপ্ত ICU বেড না থাকায় প্রতিদিন করোনা রোগীর মৃত্যু হচ্ছে।অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি,হাই ফ্লো নাজাল ক্যানুলা,ICU বেডসহ চিকিৎসা পরিধি বৃদ্ধি,যুদ্ধকালীন পরিস্হিতি বিবেচনা করে সকল উপজেলায় করোনা চিকিৎসায় সেনাবাহিনীরর মেডিকেল কোরের সহায়তায় ফিল্ড হাসপাতাল চালু,দেশে প্রতিদিন অন্তত ১লক্ষ করোনা টেস্ট,কন্ট্রাক্ট টেস্টিং ও আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা,গ্রাম পর্যায়ে সকলের বিনামুল্যে করোনা পরীক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করা,সকল নাগরিকের দ্রুত করোনা টিকার ব্যবস্থা,দরিদ্র শ্রমজীবীদের অন্তত ১মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদান কর এবং কার্যকর লকডাউন দাও।
করোনায় মৃত লোকের পরিবারকে ক্ষতিপূরণ এবং স্বাস্হ্যখাতে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের প্রতিনিধি টিম সিভিল সার্জন,রংপুরের মাধ্যমে স্বাস্হ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।