দেশে উন্নতি নেই ডায়রিয়া পরিস্থিতির
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কেউ দায়িত্ব নিচ্ছে না
নিউজডোর ডেস্ক ♦ দেশে ডায়রিয়া পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। উন্নতির কোনও আশারে দেখা মিলছে না। পহেলা মার্চ থেকে শুরু করে গতকাল ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় ৪৮ হাজার ডায়রিয়া ও কলেরা রোগী চিকিৎসা নিতে এসেছেন ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিআরবি) হাসোতালে। খবর:কালেরকণ্ঠ’র
হাসপাতালটিতে ৮ এপ্রিলের পর থেকে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমলেও, কখনও হাজারের নিচে নামেনি।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও ওয়াসা, এই তিন প্রতিষ্ঠানের কেউই দায়িত্ব নিতে চাচ্ছে না।
এনিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সিটি কর্পোরেশন এ বিষয়ে আমাদের কাছে সহায়তা চাইলে দেওয়া হবে। সিটি কর্পোরেশন বলছে, বিশুদ্ধ পানি সরবরাহ করার দায়িত্ব ওয়াসার। আর ওয়াসা বলছে, আমরা আমাদের পানিতে ডায়রিয়া বা কলেরা কোনও জীবাণু পাচ্ছি না।