রংপুরে ফ্রি ফায়ার খেলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার ♦ ফ্রি ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে আফিয়ান ইসলাম সাকিব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর সাতমাথা রেলক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সাকিব নগরীর জিএল রায় রোডস্থ আঙ্গুর মিয়া ব্রীজ এলাকার মানিক মিয়ার ছেলে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাকিব কানে হেডফোন দিয়ে সাতমাথা রেলক্রসিংয়ের কাছে রেল লাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। এ সময় রংপুর এক্সপ্রেস ট্রেন ওই লাইন দিয়ে অতিক্রম করলে ট্রেনে কাটা পড়ে সাকিব। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা বলেন, উঠতি বয়সী ছেলে-মেয়েরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। রেল লাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। নিহত সাকিবের লাশ দাফন করা হয়ছে। রংপুর রেলস্টেশনের জিআরপি’র ইনচার্জ আব্দুর রহিম বলেন, আমরা বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কোন মামলা রেকর্ড হয়নি।