২০৩০ সালে রমজানে রোজা রাখতে হবে ৩৬টি
নিউজডোর ডেস্ক ♦ ইংরেজি ক্যালেন্ডারের ২০৩০ সালে মুসলমানদের রোজা রাখতে হবে ৩৬ দিন। কেননা ওই বছর রমজান মাস দু’বার আসবে। সৌদি আরবের মহাকাশ গবেষক খালিদ আল জাকাকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-আরাবিয়া নিউজ।
মূলত এর কারণ হলো- ইসলামি হিজরি বর্ষ নির্ভর করে চাঁদের ওপর আর গ্রেগরিয়ান খিস্টীয় বর্ষ নির্ভর করে সূর্যের ওপর। চন্দ্রবর্ষ হয় ৩৫৪ থেকে ৩৫৫ দিনে আর সূর্যবর্ষ হয় ৩৬৫ দিনের।
এতে উভয় বর্ষের ভেতর ব্যাবধান হয় ১০দিনের। এই ব্যাবধানের কারণে প্রত্যেক ৩০ বছর পর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান পড়ে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, হিজরী ১৪৫১ সালের রমজান শুরু হবে ৫ জানুয়ারি ২০৩০ সালে এবং ১৪৫২ সালের রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর ২০৩০ সালে। ফলে ২০৩০ সালে মুসলিমরা ২০৩০ সালে মোট ৩৬টি রমজানের রোজা রাখবে।