হাজার কোটি টাকার সোনা বেচে সরকার পেল ৪৪ কোটি
নিউজডোর ডেস্ক ♦ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গত দুই মাসে এক হাজার কোটি টাকা মূল্যের ১১ হাজার পিস সোনার বার বৈধ করা হয়েছে। এর বিপরীতে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ৪৪ কোটি টাকা!
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চলতি মাসের প্রথম ৭ দিনে মধ্যপ্রাচ্য ফেরতদের কাছ থেকে ৮৮.৪৭ মিলিয়ন টাকা মূল্যের ৯৮৩ পিস সোনার বার বৈধ করা হয়েছে। আগস্ট মাসে ৭৩৫ কোটি টাকা মূল্যের ৮ হাজার ১৭১ পিস সোনার বার আনা হয়েছে। নতুন বাজেটে নতুন নিয়মের পাশাপাশি দ্বিগুণ শুল্ক আরোপের কারণে, তুলনামূলকভাবে কম আসা সত্ত্বেও জুলাই মাসে ১৬৪ কোটি টাকা মূল্যের ১,৮২১ পিস সোনার বার বৈধ করা হয়েছে। আর এ সময়ে সরকারের রাজস্ব আদায় হয়েছে মাত্র ৪৪ কোটি তিন লাখ টাকা!
এছাড়া দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে আসা প্রবাসীরা রেমিটেন্স না পাঠিয়ে স্বর্ণের বার নিয়ে দেশে ফিরছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। সূত্র: সময় টিভি