তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিকে মূল স্রোতধারায় আনতে রংপুরে সমতা প্রকল্প
স্টাফ রিপোর্টার ♦ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিকে মূল স্রোতধারায় আনতে রংপুরে সমতা প্রকল্পের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৯) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে ইউএসএইডের বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি এ প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার, অগ্রগতি এবং জিডিপির জন্য তাদের জীবনযাত্রার মানোন্নয়নে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় কাজ করবে। এতে করে আর্থ-সামাজিক উন্নয়ন ও ন্যায় বিচারে প্রবেশাধিকারের সুবিধা পাবে দেশের ৮ হাজার ৮০০ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। সেই সঙ্গে ৪ হাজার ৭৫০ জন পেশাজীবী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ২০ লক্ষ সাধারণ মানুষকে লিঙ্গ বৈচিত্র্যময়তা সম্পর্কে তথ্য সরবরাহ করবে সমতা প্রকল্প। বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মিনহাজুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোনাব্বর হোসেন মনা। অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন সরকার-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অতিথিদের সাথে নিয়ে ইউএসএইড’স সমতা প্রক্টেজের উদ্বোধন উপলক্ষে একটি কেককাটা হয়।