ফিলিস্তিনে মৃত্যুর মিছিল, ইসরাইলের হামলা থামছেই না
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ একের পর এক বোমা হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘন্টায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ওয়াফা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষ ছিল গাজায় সবচেয়ে বড় বোমা হামলা। মাত্র ২৪ ঘণ্টায় এই হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ওয়াফা বার্তা সংস্থার মতে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ২৫টির বেশি বিমান হামলা চালিয়েছে। সতর্কতা ছাড়াই অনেক বেসামরিক বাড়িতে হামলা চালানো হয়।
চলতি মাসের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক রকেট হামলা চালায় হামাস। একই সময়ে, হামাস যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশে প্রবেশ করে। তাদের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়। আহত হয়েছেন অন্তত চার হাজার। গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ইসরায়েলে হামলায় এত মানুষ মারা গেল!