দেশের যেকোন পরিস্থিতে সর্বজনীন পেনশন স্কিমের টাকা সুরক্ষিত
নিউজডোর ডেস্ক ♦ সোশ্যাল মিডিয়াসহ নানা জায়গায় সর্বজনীন পেনশন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আদৌ কি জমানো টাকা পরে পাওয়া যাবে কি না , এমন শঙ্কায় ভুগছেন দেশের জনসাধারণ।
তবে এ বিষয়ে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান বলেছেন, সর্বজনীন পেনশন প্রকল্পে যেকোনো পরিস্থিতিতে জনগণের অর্থ আইনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত পাবলিক পেনশন স্কিমের ওপর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চেম্বারের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, "সরকারের পরিবর্তন বা বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটলেও সর্বজনীন পেনশন প্রকল্পের প্রতি আস্থা হারানোর কোনো সুযোগ নেই।" এই তহবিলের টাকা কোনোভাবেই নষ্ট করা যাবে না।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, জনগণের দেওয়া অর্থ সর্বোচ্চ নিরাপত্তাসহ দীর্ঘমেয়াদি লাভজনক খাতে বিনিয়োগের জন্য পাবলিক পেনশন ফান্ড ম্যানেজমেন্ট নামে একটি পৃথক প্রবিধানের খসড়া চূড়ান্ত করা হচ্ছে।